একইপদে ভারতীয়দের বেতন ২৫ লাখ, বাংলাদেশিরা পান ১ লাখ টাকা, হাইকোর্টের রুল জারি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে একই পদে কর্মরত ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে বেতন বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। বিষয়টি ঘিরে তৈরি হয়েছে ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন।

বিচারপতি মোঃ ফয়েজ আহমেদ ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাতজন কর্মকর্তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রিটকারী আইনজীবী মোঃ সালেকুজ্জামান আদালতকে জানান,
রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ৫১ জন ভারতীয় কর্মী ম্যানেজারিয়াল পদে কাজ করছেন। তাদের প্রত্যেকের মাসিক বেতন প্রায় ২৫ লাখ টাকা। অথচ একই পদে কর্মরত ২২৯ জন বাংলাদেশি নাগরিক পাচ্ছেন মাত্র ১ লাখ টাকা বেতন।এই বৈষম্যকে অসাংবিধানিক ও অন্যায্য হিসেবে চিহ্নিত করে রিট দায়ের করা হয়।

আইনজীবী সালেকুজ্জামান আরও উল্লেখ করেন, সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিদেশি কর্মীর সংখ্যা ১০ জনে নামিয়ে আনার কথা থাকলেও বাস্তবে এখনো ৫১ জন ভারতীয় কর্মী কাজ করছেন।

রুলে হাইকোর্ট জানতে চেয়েছে:
১. বাংলাদেশি ও বি দেশি (বিশেষ করে ভারতীয়) কর্মীদের মধ্যে এই বেতন বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না?
২. সরকারি নীতিমালার পরিপন্থীভাবে কেন এখনো ৫১ জন ভারতীয় কর্মী কাজ করছেন এবং কেন তা ১০ জনে নামিয়ে আনা হয়নি?

এই রুল শুধু একটি প্রকল্পের কর্মী নিয়োগ বা বেতন কাঠামো নয়, বরং এর মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমনীতি, জাতীয় মর্যাদা, এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

হাইকোর্টের রুলের জবাব না দেওয়া পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রণালয়ের ওপর আদালতের নজরদারি থাকবে। এ নিয়ে পরবর্তী শুনানিতে বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।

সূত্র:https://youtu.be/d7L-yC5BaUw?si=Oq0pjBStSC0uYl6O

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *