ইরানের সিদ্ধান্তকে জোরালোভাবে সমর্থন দিল রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলাই দেশটিকে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা বা আইএইএ-এর সাথে সহযোগিতা স্থগিত করতে বাধ্য করেছে।

‘বিনা উসকানিতে ইরানের পরমাণু স্থাপনায় নজিরবিহীন হামলার সরাসরি পরিণতি হলো এমন সিদ্ধান্ত,’ নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলছিলেন তিনি।

পেসকভ বলেন, ‘এমন পরিস্থিতিতে আইএইএ-র সুনাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্যই এ পরিস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগের জন্ম দিয়েছে’।

ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতি সম্পর্কে পরস্পরবিরোধী নানা মন্তব্যের বিষয়ে তিনি বলেন, কিছু বলার মতো সময় এখনো আসেনি, ‘কেউ বাস্তব তথ্য উপাত্ত পেয়েছে বলে আমি মনে করি না’।

মস্কো ইরানকে তার সহযোগী হিসেবে দেখে এবং সম্প্রতি ইরানের ওপর হামলার নিন্দা করেছে রাশিয়া।

প্রসঙ্গত, ইরানি পার্লামেন্ট সদস্যরা ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা’ অনুমোদন করেছেন।

ইসলামি পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।

“আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে,” বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *