ইরানের ছোড়া ড্রোন-মিসাইল ভূপাতিত করল এক মুসলিম দেশ

ইসরায়েলে হামলার উদ্দেশ্যে ছোড়া ইরানের ড্রোন-মিসাইল ভূপাতিত করেছে জর্ডান। ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ হয়েছে। আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল জর্ডান ও ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে ইরান শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। ইসরায়েলি ও জর্ডানের সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া ড্রোনগুলোকে মাঝপথে বাধা দেওয়ার কথা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) রাতে তাদের হামলার পর সকালে ইরান ড্রোন হামলা শুরু করে। তারা সেগুলোকে প্রতিহত করছে।

আরও পড়ুনঃ মৃত্যুর ৮ মিনিট পর জীবিত হলেন নারী, জানালেন আত্মার অভিজ্ঞতা
ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার ওপর দিয়ে আসা ড্রোনগুলোকে প্রতিহত করা শুরু করেছে। অন্যদিকে দেশটির চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী সৌদি আরবের ওপর দিয়ে আসা ইউএভিগুলো প্রতিহত করতে কাজ করছে।

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ সকালে তাদের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে। এ সময় দেশটির রাজধানী আম্মানে সাইরেনের শব্দ শোনা যায়।

প্রসঙ্গত, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ পার্লামেন্টে নিজের ডিপফেক নগ্ন ছবি দেখিয়ে যে আতঙ্কের বার্তা দিলেন এমপি লরা ম্যাকলুর
শুক্রবার (১৩ জুন) সকালে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইরানি ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে যাত্রা করতে দেখা যাচ্ছে।

ফুটেজে স্পষ্টতই ইরাকের ওপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ইসরায়েল অধিকৃত কোনো ভূমিতে সেটি আঘাত হেনেছে।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছেন, সলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *