বেতন কাঠামো ও গ্রেড বিন্যাস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেতন কাঠামো ও গ্রেড বিন্যাস নিয়ে সর্বশেষ যা জানা গেল

নবম পে স্কেল প্রণয়নকে কেন্দ্র করে সব মন্ত্রণালয়ের ৭০ জনের বেশি সচিবের সঙ্গে চার দফায় মতবিনিময় করেছে পে কমিশন। বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সুপারিশ তৈরির লক্ষ্যে সচিবরা আকাশছোঁয়া নয়, বাস্তবভিত্তিক প্রস্তাব দিয়েছেন।

পে কমিশন সূত্র জানায়, অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত ২৫০টিরও বেশি সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। সর্বশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তাদের মতামত সংগ্রহ করা হয়, যা সুপারিশ চূড়ান্ত করতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “সচিবদের মতামত সংগ্রহ করা ছিল বেশ চ্যালেঞ্জিং। কারণ সবাইকে একই সময়ে পাওয়া সম্ভব হয়নি। তাই পর্যায়ক্রমে বৈঠক করা হয়েছে। তারা মূল্যবান মতামত দিয়েছেন, যা বর্তমানে পর্যালোচনায় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন তার সুপারিশ জমা দিতে পারবে বলে আশা করছি।”

এদিকে কমিশনের সদস্যরা জানিয়েছেন, সুপারিশ চূড়ান্ত করার কাজে পূর্ণোদ্যমে কাজ চলছে এবং অর্ধেকের বেশি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হতে পারে। এতে সর্বনিম্ন বেতন কাঠামো ও গ্রেড পুনর্বিন্যাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *