জে’লে বসেই নতুন ফরমেটে খেলতে নামছেন!

জেলে বসে নতুন ফরমেটে খেলতে নামছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, পাকিস্তানের স্বার্থে তিনি ‘দেওয়া-নেওয়ার’ জন্য প্রস্তুত। শুক্রবার (৩০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইমরান খান জানিয়েছেন, তিনি দেশের স্বার্থে ‘ক্ষমতাধর মহলের’ সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। তবে এই আলোচনায় কোনও ব্যক্তিগত স্বার্থ বা ছাড়ের বিষয় থাকবে না।

জেলে দলীয় নেতাদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, জাতীয় সংহতি ও পাকিস্তানের স্বার্থে আমি যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। তবে আমি কোনও ব্যক্তিগত মুক্তি বা সুবিধা চাইছি না। তিনি জানান, সংলাপের দরজা খোলা আছে। দেশ ও জাতীয় ঐক্যের স্বার্থে তিনি যেকোনো সময় কথা বলতে প্রস্তুত।

পিটিআই সিনেটর আলি জাফর জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যেকোনো সমঝোতা কেবল দেশের জন্য হবে, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। জাফর বলেন, খান বলেছেন যদি আমি নিজের জন্য সুবিধা চাইতাম, তাহলে অনেক আগেই তা চেয়ে নিতাম এবং ৬০০ দিন জেলে কাটাতাম না।

ইমরান খানের বোন আলিমা খানের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে জাফর বলেন, খান স্পষ্ট করেছেন যে ‘দেওয়া-নেওয়ার’ যেকোনো পদ্ধতি কেবল পাকিস্তানের স্বার্থে হবে। তিনি বলেন, আমি আমার মামলায় কোনো সুবিধা চাই না। আমি কেবল ন্যায়বিচার চাই এবং আমার মামলাগুলো যেন বিলম্ব ছাড়াই শুনানি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *