সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বর্তমান উপদেষ্টা পরিষদ নেবে না, বরং এটি আগামী নির্বাচিত সরকারের হাতেই থাকবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে এই ঘোষণা দেন, যা সরকারি কর্মীদের জন্য একটি দুঃসংবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি নিশ্চিত করেন, জাতীয় বেতন কমিশনের কাজ শুরু হলেও, এর সম্পূর্ণ বাস্তবায়ন করবে নতুন সরকার।
আজ রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
রোববার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, “পে কমিশনের বিষয়টি আমরা এখন চূড়ান্ত করতে পারি না। আমরা এটি শুরু করেছি, তবে বাস্তবায়ন আগামী সরকারের হাতে। নির্বাচিত সরকারই তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে।”
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে। তাই পে স্কেল চূড়ান্ত করার দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের হাতে থাকবে।
জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশ আগামী ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে সরকারে জমা দেওয়ার পরিকল্পনা করছে। সূত্র জানিয়েছে, কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার।
