চির বিদায় তাহসান খান

দীর্ঘ দুই যুগের সংগীতজীবনের ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এই মুহূর্তে জমকালো কনসার্টে অংশ নিতে সুদূর অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন গায়ক। সেখানেই ভক্তদের উদ্দেশে হৃদয় ভাঙা ঘোষণা দেন তিনি।

অস্ট্রেলিয়ার ৫ শহরে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করার মাঝেই শনিবার (২০ সেপ্টেম্বর) গান ছেড়ে দেয়ার ঘোষণা দেন তাহসান। ওইদিন মেলবোর্নে চলছিল তার চতুর্থ কনসার্ট। সে মঞ্চেই গায়ক জানান, এ কনসার্টই তার শেষ কনসার্ট।

তাহসানের ভাষায়, এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করতে ভালো লাগে?

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের সে আবেগঘন মুহূর্তের ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে দেখা যায়, গায়কের এমন ঘোষণার কথা শুনে উপস্থিত দর্শকরা একসঙ্গে ‘না’ বলে উঠেন।

এরপরই তাহসান জানান, ইতোমধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন তিনি।

গত বছর অভিনয় জীবনের ইতি টানেন তাহসান। চলতি বছর ঘোষণা দিলেন সংগীত জগত ছেড়ে দেয়ার। তাই দুই ক্ষেত্রেই গায়ককে মিস করবে ভক্তরা। তাছাড়া সোশ্যাল মিডিয়ার সব একাউন্ট ডিএক্টিভেট করায় প্রিয় তারকা যেন পুরোই আড়ালেই চলে গেলেন।

অভিনয় ও সংগীত ক্যারিয়ারে ইতি টানা প্রসঙ্গে অবশ্য তাহসান মনে করেন, যখন কাজ একঘেয়েমি হয়ে যায়, তখন নিজেকে থামিয়ে দিতে হয়।

এদিকে অভিনয়ের পর সংগীত জীবন থেকে তাহসানের সরে আসার পেছনে বড় কারণ হতে পারে বলে নেটিজেনরা অনুমান করছেন তার শারীরিক সমস্যা। ২০১৮ সালে সোশ্যাল মিডিয়াতে তাহসান নিজেই জানিয়েছিলেন তার কণ্ঠনালিতে জটিল হেটেরোটোপিয়া রোগ বাসা বেঁধেছে।

এই সমস্যায় ধীরে ধীরে গলার কাঠামো পরিবর্তিত হয়, গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুটোই কমতে থাকে। এ কারণেই হয়তো ভক্তদের থেকে একেবারে আড়ালে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী, এমনটাই মনে করছেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *