
যেকোনো মূল্যে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে দফায় দফায় পরিকল্পনা সাজানো হচ্ছে। এ মিশনে এবার সরাসরি যুক্ত হয়েছে ভারত।
ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে শনিবার দিল্লিতে একটি সেমিনারের আয়োজন করেছে থিংকট্যাংক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে জনমত তৈরি করা।
জানা গেছে, সেমিনারে ভারতের সামরিক কর্মকর্তা, বেসামরিক আমলা ও বিভিন্ন থিংকট্যাংকের প্রতিনিধি ছাড়াও চারজন বাংলাদেশি অংশ নেবেন। তারা হলেন—সাংবাদিক সৈয়দ বদরুল হাসান, লেখক-শিক্ষাবিদ ড. আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হাউ আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির।
কূটনৈতিক মহল মনে করছে, ভারতের ‘ডিপ স্টেট’ এবার সরাসরি বাংলাদেশি রিসোর্স ব্যবহার করছে যাতে প্রপাগান্ডা আরও কার্যকর হয়।
সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে—১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সামরিক দিক থেকে গভীর। তবে বর্তমান পরিস্থিতি নাকি বিশেষ সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে দুই দেশকে। ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ তো দাবি করেছেন, ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের সূচনা হতে পারে বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলা চৌধুরী মন্তব্য করেন—“ভারত সেমিনারের নামে এসব মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াতে চাইছে। এর মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা।”
সূত্র: https://www.youtube.com/watch?v=J0Yn291jk4o&ab_channel=DailyJugantor