মনে হচ্ছে চীনের কাছে ভারত-রাশিয়াকে হারালাম : ট্রাম্প

বেইজিংয়ের নতুন বিশ্বব্যবস্থার প্রচেষ্টার প্রেক্ষাপটে নয়াদিল্লি ও মস্কোর প্রতি বিরক্তি প্রকাশ করে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ভারত ও রাশিয়া যেন চীনের দিকে ‘হারিয়ে গেছে’।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে শির আয়োজিত সম্মেলনে তোলা তিন নেতার একটি ছবি যুক্ত করে লেখেন, ‘দেখে মনে হচ্ছে গভীরতম ও অন্ধকারতম চীনের কাছে আমরা ভারত আর রাশিয়াকে হারালাম। আশা করি তারা একসঙ্গে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কাটাবে!’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। চীনের পররাষ্ট্র দপ্তরও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ও ক্রেমলিনকেও পাওয়া যায়নি।

শি চিনপিং চীনের তিয়ানজিন বন্দরনগরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে ২০টিরও বেশি অ-পাশ্চাত্য দেশের নেতাকে আমন্ত্রণ জানান। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।

সামিটে পুতিন ও মোদিকে হাত ধরে শিয়ের দিকে এগিয়ে যেতে দেখা যায় ও তিন নেতা পাশাপাশি দাঁড়ান।

বাণিজ্য বিরোধসহ নানা ইস্যুতে ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক শীতল হয়েছে।

তিনি এ সপ্তাহে পুতিনের প্রতি ‘খুব হতাশ’ মন্তব্য করলেও রাশিয়া-চীন ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি।
তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ট্রাম্পের হতাশা বাড়ছে। তিনি বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলবেন।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *