নৌকাডুবিতে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ আরও অনেক

নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বরে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে মালালে জেলার টুংগান সুলে শহর থেকে যাত্রা শুরু করে এবং কাইনজি জলাধারে অবস্থিত ডুগা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনএসইএমএ) বুধবার জানিয়েছে, গাউসাওয়া সম্প্রদায়ের কাছে একটি ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়।

স্থানীয় সংবাদপত্র ডেইলি ট্রাস্টকে এনএসইএমএ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহন এবং গাছের গুঁড়ির সাথে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, নৌকাটিতে নারী ও শিশুরাও ছিল। তারা ডুগা শহরে একটি শোকসভায় অংশ নিতে যাচ্ছিল।

সংস্থার মহাপরিচালক এবং বরগু স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরা বলেছেন, উদ্ধার অভিযান এখনো চলমান এবং নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।

তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘নৌকাডুবিতে মৃতের সংখ্যা ৬০-এ পৌঁছেছে।’

তিনি আরও বলেন, ‘১০ জনকে গুরুতর অবস্থায় পাওয়া গেছে এবং এখনও অনেককে খোঁজা হচ্ছে।’

শাগুমি এলাকার প্রধান সাআদু ইনুয়া মুহাম্মদ দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, ‘নৌকাটিতে ১০০ জনেরও বেশি মানুষ ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *