পায়ের এসব লক্ষণ বলে দেবে আপনার লিভার কেমন আছে, সতর্ক আছেন তো?

বর্তমানে লিভারের সমস্যা অনেকেরই দেখা যায়। তবে লিভারের সমস্যা পায়েও ফুটে ওঠে বহু সময়। এইসব লক্ষণ আগে থেকে নজর করলে লিভার সুস্থ রাখা সম্ভব।

পা ও গোড়ালিতে ফোলাভাব: লিভার সঠিকভাবে কাজ না করলে, শরীরে তরল জমা হতে পারে। যা পা এবং গোড়ালিতে ফোলাভাব তৈরি করে। এছাড়াও, লিভারের সমস্যা হলে পায়ের ত্বকের রং পাল্টে যেতে পারে। অনেক সময় লিভারের এই সমস্যা জন্ডিসের লক্ষণ।

পায়ের ত্বকে চুলকানি: লিভারের সমস্যা হলে শরীরের বিভিন্ন অংশে চুলকানি হতে পারে। তেমনই চুলকানি হতে পারে পায়ের ত্বকে। অনেক ক্ষেত্রেই এই সমস্যার শিকার হন লিভারের রোগে ভোগা ব্যক্তিরা।

পায়ের পেশি বা জয়েন্টে ব্যথা: লিভারের সমস্যা হলে শরীরে বিভিন্ন স্থানে ব্যথা হতে পারে, যার মধ্যে পায়ের পেশি বা জয়েন্টও অন্তর্ভুক্ত। হাঁটতে সমস্যা হলে বা পায়ের কোনও জয়েন্টে সমস্যা হলে একবার লিভার ফাংশন টেস্ট করিয়ে নেওয়া ভালো।

প্রস্বাবের রং গাঢ় – লিভারের সমস্যা হলে স্বাস্থ্যের আরও বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন প্রস্রাবের রং গাঢ় হয়ে যেতে পারে। এমন কোনও লক্ষণ দেখা গেলে আগে থেকেই সতর্ক হোন।

মলের বর্ণ – লিভারের সমস্যা থেকে মলের রঙে বদল আসতে পারে। মলের রং কিছুটা ফ্যাকাশে হয়ে যেতে পারে। কখনও কখনও প্রচণ্ড কালোও হতে পারে মলের রং।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ জ্ঞানের ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা কথার ভিত্তিতে কোনও পদক্ষেপ না করার অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে যে কোনও প্রশ্ন, যে কোনও সমস্যার সমাধানের জন্য চিকিৎসক বা পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *