আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল কিন্তু নিষিদ্ধ নয় : এম এ আজিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল কিন্তু নিষিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ।

কলকাতায় ‘পার্টি অফিস’ খুলে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর বিষয়ে কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার স্টুডিওতে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে উল্লেখ করে সাংবাদিক এম এ আজিজ বলেন, ‘কার্যক্রম বলতে বোঝায় মিটিং-মিছিল করতে পারবে না। এখন প্রশ্ন, কলকাতায় অফিস করল কেন।

বাংলাদেশে অফিস করতে পারত। কত জুলুম-অত্যাচারের পরও বিএনপি ১৭ বছর থাকল কী করে। আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ, দল কিন্তু নিষিদ্ধ নয়।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার বক্তব্য কেউ প্রচার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আগে তো আইনটা হতে হবে। একসময় তারেক রহমানের বক্তৃতাও ফ্যাসিস্ট শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল। আমার কথা হচ্ছে, আইন করেন, নিষিদ্ধ করেন। না হলে এটাও কিন্তু এক ধরনের বাক-ব্যক্তি স্বাধীনতাকে রুদ্ধ করা।


কলকাতায় আওয়ামী লীগের ‘পার্টি অফিস’ বন্ধ করতে ভারত সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান তিনি। আজিজ বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার আছে। কিন্তু স্বাধীন দেশ হিসেবে আমার ন্যায্য দাবি, অধিকার সংরক্ষণ করতে হবে। কিন্তু ভারত পতিত সরকারের এমপি, মন্ত্রীকে আশ্রয় দিচ্ছে, অফিস খুলতে দিচ্ছে।

তাহলে তো তাদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না।’
শেখ হাসিনা সরকারর আমলে ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘প্রায় ৩০টার মতো চুক্তি হয়েছিল। সবগুলো কিন্তু ভারতের অনুকূলে। এই চুক্তিগুলো বর্তমান সরকার রিভিউ করতে পারত। সেগুলো সরকার করছে না।’

১৭ বছর বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতনের শিকার হলেও পালিয়ে যায়নি উল্লেখ করে সিনিয়র এই সাংবাদিক বলেন, ‘আওয়ামী লীগ অন্যায় করলে তো বিচারের সম্মুখীন হতে হবে। তারা পালালো কেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *