বিএনপি নেতা আসলাম চৌধুরী ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ২৬০ কোটি টাকার ঋণখেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর যুগ্ম জজ মো. হেলাল উদ্দীন এর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।

আদালত আদেশে উল্লেখ করেন, চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করা হয়নি। সুদ-আসলে এ ঋণের টাকার মোট পরিমাণ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা।

ব্যাংকে যে বন্ধকি সম্পদ রয়েছে তা নিলামে বিক্রির চেষ্টা করেও ক্রেতা পাওয়া যায়নি। নিলামে কেউ কিনতে রাজি হচ্ছে না। এ অবস্থায় ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলাম চৌধুরী চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পান। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে ৭৮টি মামলা হয়।

২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *