আ’লীগ নেতা‌কে ধর‌তে গি‌য়ে ব‌টির আঘা‌তে আহত এসআই

কু‌ষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা‌কে ধরতে গিয়ে ব‌টির আঘা‌তে ইসরা‌ফিল হো‌সেন (৪৮) না‌মে ডিবি পু‌লিশের এক উপপ‌রিদর্শক (এসআই) আহত হ‌য়ে‌ছেন। পরে অভিযান চালিয়ে আহত এসআইসহ

হামলার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা ও তার ছে‌লে‌কে আটক করা হয়েছে। আজ শ‌নিবার দুপুর ১২টার দিকে শহ‌রের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কু‌ষ্টিয়া গো‌য়েন্দা পু‌লি‌শের (ডি‌বি) ওসি মুরাদ হো‌সেন তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন। আটকরা হ‌লেন- হারুন-উর-র‌শিদ (৫০) ও তার ছে‌লে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ব‌লে দলীয় সূ‌ত্রে জানা গে‌ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা হারুনকে গ্রেপ্তারে শ‌নিবার ডি‌বি পু‌লিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারু‌নের ছে‌লে প্রণয় এসআই ইসরা‌ফি‌লের পি‌ঠে ব‌টি দি‌য়ে আঘাত করে। পরে পু‌লিশ বাবা-‌ছে‌লে‌কে আটক ক‌রে নি‌য়ে যায়।

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, আহত পু‌লিশ কর্মকর্তার পি‌ঠে ধারা‌লো কিছু দি‌য়ে আঘা‌ত করা হয়েছে। তাকে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।

ডি‌বি পু‌লি‌শের ওসি মুরাদ হো‌সেন ব‌লেন, স‌ন্দেহভাজন এক আসামিকে ধর‌তে গেলে হামলায় এক এসআই আহত হ‌য়ে‌ছেন। এ ঘটনার দু’জন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *