সমকামিতার অভিযোগে ৫ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

সমকামিতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ও ৫ শিক্ষার্থীদের বিচার ও বিশ্ববিদ্যালয় হতে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বৃহষ্পতিবার বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের বিরুদ্ধে সমকামিতায় জড়িত থাকার অভিযোগ এনে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ ছাত্রকে সাময়িক হল থেকে বহিষ্কার করেন। বহিষ্কৃত ছাত্রদের মধ্যে কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের ৩জন এবং শহীদ তাজউদ্দীন আহমদ (এসটিএ) হলের ২জন ছাত্র রয়েছেন।

ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ওই ৫ ছাত্রের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পাওয়া যায়। বিষয়টির সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো।

এদিকে বৃহষ্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমকামিতার সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় হতে স্থায়ীভাবে বহিষ্কার ও তাদের বিচারের দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *