এখান থেকে যাদেরকে পাঠিয়েছি, তাদের অনেকেই আসলে সত্যিকার অর্থে মারা যাবে

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের অনেকে মারাত্মক দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। উত্তরার একটি হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, আহতদের অনেকেই হয়তো বাঁচবে না।

ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে কান্নাজড়িত কণ্ঠে ওই চিকিৎসক বলেন, ‘এখান থেকে যাদেরকে পাঠিয়েছি, তাদের অনেকেই আসলে সত্যিকার অর্থে মারা যাবে।’

তিনি আরও জানান, ‘পরিস্থিতি যখন শুরু হয়, তখন খুবই খারাপ ছিল। ছোট ছোট বাচ্চারা—১০, ১২, ১৮, ২০ বছরের—যারা আসছে, আমি দেখছি মেজরিটিরই ৪০-৭০ শতাংশ বার্ন। আমরা কোনো রকমে ইমারজেন্সি চিকিৎসা দিয়ে বাচ্চাদের ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।’

প্রাথমিক চিকিৎসার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা তখন শুধু অক্সিজেন, স্যালাইন—যা পেরেছি গায়ে দিয়ে, আইভি স্যালাইন দিয়ে দ্রুত পাঠিয়ে দিয়েছি। এত ভিড় আর সংকটপূর্ণ রোগী নিয়ে ওই মুহূর্তে কারও নাম পর্যন্ত জিজ্ঞাসা করার পরিস্থিতি ছিল না।’

সূত্র: https://www.youtube.com/watch?v=wIqk3tMpFZ4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *