চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনে দিয়ে গেল যুবক, ভিডিও ভাইরাল

রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনেই ঘটনাস্থল ত্যাগ করেছেন এক যুবক। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টার পর এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে ঘটনার স্থান শনাক্ত করা হয়েছে।

এটি কলাবাগান বাস টার্মিনালের অদূরে, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে— যা ধানমন্ডি থানার আওতাভুক্ত।
ওসি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেননি। তবে আমরা তদন্ত শুরু করেছি। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এগুলো বিশ্লেষণ করে ছিনতাইকারীকে শনাক্তের পর দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক এক যুবককে চাপাতি হতে ভয় দেখাচ্ছেন কালো প্যান্ট পরা এক ছিনতাইকারী। একপর্যায়ে ব্যাগটি নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই ছিনতাইকারী। ওই সময় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন কয়েকজন পুলিশ সদস্য।

চাপাতি হাতে তাদের সামনে দিয়েই যেতে দেখা যায় ছিনতাইকারীকে। ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশকিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার তাকিয়ে দেখছিলেন।
ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে। নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *