সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, যা জানালেন বিশ্লেষকরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রতীক্ষিত ‘বিগ বিউটিফুল বিল’ অবশেষে সিনেট ও কংগ্রেসে পাস হয়েছে। এই বাজেট বিলটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

তবে সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণপ্রেমী ক্রেতাদের জন্য বড় প্রশ্ন, এই বিলের প্রভাবে দুবাইয়ে স্বর্ণের দাম কমবে কি?বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৩৭২.৭৫ দিরহাম,

যা ১ জুলাইয়ের ৩৭৪ দিরহাম থেকে সামান্য কম। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় এই দাম ছিল ৩৭২.৭৫ দিরহাম। তবে ক্রেতারা চাইছেন দাম যেন ৩৬৫ দিরহাম বা তার নিচে নামে, যা গত সপ্তাহান্তে দেখা গিয়েছিল।

একজন স্বর্ণ বিক্রেতা জানান, ‘ ৩৬০ দিরহাম থেকে ৩৬৫ দামের মধ্যে স্বর্ণ নামলে বিপুল সংখ্যক ক্রেতা ‘রিলিফ বায়িং’ শুরু করবেন। অনেকে গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার আগে স্বর্ণ কেনার জন্য অপেক্ষা করছেন।’

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন বাজেট পরিকল্পনা যদি মার্কিন ডলারকে শক্তিশালী করে তোলে, তবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমতে পারে।

যার ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৩৩৬ ডলার, যা শুক্রবার সকালে ১০ ডলার কমে এসেছে।

স্বর্ণ বিক্রেতাদের ভাষ্যমতে, ৩৬৫ দিরহাম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সীমা। এই দরে পৌঁছালেই দোকানে ক্রেতার ভিড় দেখা দিতে পারে। আগে ৩৫০ দিরহামের ওপরে গেলেই মানুষ ক্রয় থেকে পিছিয়ে যেত। এখন ৩৬০-৩৬৫ দিরহামের দামে অনেকেই মানিয়ে নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *