ইরানের পর এবার ইসরায়েলে হামলা চালাল আরেক মুসলিম দেশ!

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে এবার হামলাটি কোনো ভিন্ন দেশ থেকে হয়েছে। কয়েক ঘণ্টা আগেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

সোমবার (২৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইসরায়েলের আকাশে সাইরেন বেজে ওঠে ক্ষেপণাস্ত্র হামলার সময়।

তবে এই হামলার উৎস ইরান নয়, বরং ইয়েমেন থেকে হামলাটি চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিজ’-এর অধীনে ২১তম হামলাটি এখনো চালানো হয়নি।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, তাদের ওপর ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৩ জুন ইরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় দেশটির পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

এতে ৪০০ জনেরও বেশি ইরানি নিহত হন, যাদের মধ্যে রয়েছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক।

এই হামলার পরই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় নামে। ২২ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিজ III’-এর আওতায় তারা ইসরায়েলের বিরুদ্ধে মোট ২০টি পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *