দালাল ধরতে এবার সেনাবাহিনীর বিশেষ অভিযান

এনএসআই এর তথ্যমতে, আজ সকাল সাড়ে ১০ টা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ একটি তৎপরতা চালায় সেনাবাহিনী। এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৫০ এর অধিক দালাল সন্দেহে আটক করেছে সেনাবাহিনী। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ প্রশাসনিক ভবনের সামনে নিয়ে এনএসআই ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটকদের মাঝে নারীরাও রয়েছেন। হাসপাতালের বিভিন্ন সেবা, ঔষধ এমনকি বেড পেতে টাকার বিনিময়ে দালালি করে এসব দালালরা। সেই অভিযোগের ভিত্তিতেই সেনাবাহিনীর এই অভিযান। দীর্ঘদিন ধরে ঢাকা মেডিক্যাল কলেজে চলে আসছে এই অনিয়ম।

এই অভিযানে ভুক্তভোগী ও হাসপাতাল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত অপরাধ অনুযায়ী জরিমানা ও কারাদন্ডের আদেশ দেওয়া হচ্ছে। এর সাথে কোনো ডাক্তার যুক্ত থাকলে তাকেও শাস্তির আওতায় আনা হচ্ছে।

সূত্র: https://www.facebook.com/share/v/1XnTxfQWWP/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *