রবিবার অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ, বাংলাদেশ থেকে দেখা যাবে কী?

মহাজাগতিক বিস্ময়ের অন্যতম দুটি ঘটনা হলো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। এ সময় পৃথিবীর আকাশে তৈরি হয় ভিন্ন রকম পরিবেশ। আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) ঘটতে যাচ্ছে চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। তবে এটি হবে আংশিক গ্রহণ, যা পৃথিবীর কিছু অঞ্চল থেকে দেখা যাবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সূর্যগ্রহণ শুরু হবে রাত ১১টা ২৯ মিনিটে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে রাত ১টা ৪১ মিনিটে। পুরো প্রক্রিয়া চলবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

তবে বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। এটি দৃশ্যমান হবে মূলত নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অংশে।

আংশিক সূর্যগ্রহণে চাঁদ সূর্যের পুরো অংশ ঢাকতে পারে না, বরং আংশিকভাবে ঢেকে দেয়। ফলে সূর্যের আলো ম্লান হয়ে আসে এবং দিনের বেলাতেও পরিবেশে ছড়িয়ে পড়ে এক ধরনের ধূসর অন্ধকার।

এর আগে ৭ সেপ্টেম্বর আকাশে দেখা মিলেছিল চন্দ্রগ্রহণের, যখন বিশ্ববাসী উপভোগ করেছিল রক্তিম চাঁদের দৃশ্য। মাত্র দুই সপ্তাহ পর ফের ঘটতে যাচ্ছে আরেকটি মহাজাগতিক দৃশ্য।

বাংলাদেশের আকাশ থেকে এই গ্রহণ দৃশ্যমান না হলেও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি ঘটতে যাওয়া বলয় সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করছেন অনেকেই।

তখন সূর্যকে ঘিরে দেখা দেবে আগুনের বলয়ের মতো এক উজ্জ্বল দৃশ্য, যা ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। এটি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও অ্যান্টার্কটিকার কিছু অঞ্চল থেকে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *