পরীক্ষার খাতা আবাসিক হলে ও শিক্ষকের অফিসে নিয়ে লেখায় বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা বহিষ্কার

সেমিস্টার ফাইনালের পরীক্ষার খাতা আবাসিক হলে নিয়ে যাওয়া এবং বিভাগের শিক্ষক ডা. মোছা. হুর-ই-জান্নাতের অফিস কক্ষে বসে পরীক্ষা দেওয়া; পাশাপাশি একই বিভাগের শিক্ষার্থী সামিয়া সুলতানাকে হেনস্তা করার অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গোবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিবকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নাহিদুর রহমান সাকিবের উদ্দেশে বলা হয়, ‘গত ২৫/০৮/২০২৫ তারিখ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৮/২০২৫ নং সভার আলোচ্যসূচির ৫(চ) নং সিদ্ধান্ত মোতাবেক নিম্নরূপ পর্যালোচনা ও সুপারিশ করা হয়েছে। ০৪/০৫/২০২৫ তারিখে উচ্চতর পর্যালোচনা কমিটির প্রতিবেদন আলোচনায় উঠে আসে যে, আপনার মোবাইল চ্যাটের স্ক্রিনশটের মাধ্যমে জানা যায়—আপনি রিটেক ফাইনাল পরীক্ষার খাতা আবাসিক হলে নিয়ে লিখেছেন এবং আরেকটি পরীক্ষার খাতা এএসভিএম বিভাগের সভাপতি ডা. মোছা. হুর-ই-জান্নাতের অফিস কক্ষে বসে লিখেছেন। একই সঙ্গে এএসভিএম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া সুলতানা আপনার বিরুদ্ধে হেনস্তা ও পারিবারিক হুমকি প্রদানের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাখিল করেন। এ বিষয়ে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে আপনাকে পত্র প্রেরণ করা হয়। আপনার জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য বিষয়টি শৃঙ্খলা বোর্ডে আলোচনা হয়। সভায় আপনাকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত ২৫/০৮/২০২৫ তারিখ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৮/২০২৫ নং সভার আলোচ্যসূচির ৫(৩) নং সুপারিশ মোতাবেক আপনাকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *