
ফরিদপুর শহরের আলিপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক হওয়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজকে (৩৮) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। শনিবার রাতে পাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়,
সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে
জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ফরিদপুর মহানগর শাখার সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।
একই সঙ্গে দলের নেতাকর্মীদের সবুজের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার রাত আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ডাবল ব্যারেল গানসহ তাকে আটক করে যৌথবাহিনী।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন।
যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় সবুজের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা হয়েছে। তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত রিমান্ডের তারিখ পরবতর্তীতে জানানো হবে জানিয়ে সবুজকে জেল হাজতে পাঠান।