এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বড় সুখবর

বেসরকারি শিক্ষা খাতে যোগ দিতে আগ্রহীদের জন্য এসেছে বড় সুখবর। এমপিওভুক্ত ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (১০ সেপ্টেম্বর) এনটিআরসিএর পরিচালক (সরকারি) ফয়জার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যথারীতি যোগদানকারী শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণের কথাও বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *