
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন বিষয়ে শিক্ষা বোর্ডগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৮ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব প্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা বর্তমানে চলছে, সেসব প্রতিষ্ঠানে ২০২৪ সালের প্রবিধানমালা (সংশোধনীসহ) অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
যেসব প্রতিষ্ঠানে এখনো এডহক কমিটি গঠন হয়নি, সেখানে আগামী ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন এবং পরবর্তী সময়ে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে সব এডহক কমিটি বিলুপ্ত হবে। কোনো প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠিত না হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রধানকে নিতে হবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।