বিমানে ওঠার আগে রানওয়েতে বসে প্রস্রাব এক ভারতীয়র

বিমান ছাড়তে আর কিছুক্ষণ বাকি। আর তার মধ্যেই রানওয়ের পাশে বসেই প্রস্রাব করতে দেখা গেল এক বৃদ্ধকে। বিস্মিত হয়ে সেই অদ্ভুত দৃশ্য ক্যামেরাবন্দি করেন পাইলট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে। ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

ভিডিওটিতে দেখা যায়, সাদা ধুতি-পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে রানওয়ের পাশে বসে প্রস্রাব করছেন। আর যাত্রীরা বিমানে ওঠার জন্য লাইন করে দাঁড়িয়ে আছেন। বিমানের ককপিটে থাকা পাইলটের চোখে বৃদ্ধের কীর্তি ধরা পড়তেই হেসে ওঠেন তিনি। দৃশ্যটি ক্যামেরাবন্দিও করেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আদর্শ আনন্দ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন ৯ সেকেন্ডের সেই ভিডিও।

তবে ভাইরাল ভিডিও নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কোন বিমানের ককপিট থেকে ভিডিও ক্যামেরাবন্দি করা হয়েছিল এবং ওই বৃদ্ধ বিমানের যাত্রী ছিলেন কি না, তা-ও এখনও স্পষ্ট নয়।

Copied from: https://rtvonline.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *