
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, মামলা না থাকলে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেবে জাতীয় পার্টি।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। মোস্তাফিজার রহমান জানান, নেতৃত্বশূন্য আওয়ামী লীগের ভোটাররা আগামী নির্বাচনে জাতীয় পার্টির ওপর ভরসা রাখবে।
এজন্য তিনশো আসনেই তারা প্রার্থী দেবেন। এমসয় তিনি পিআর পদ্ধতি ইস্যুতে কয়েকটি রাজনৈতিক দল ভোট বর্জন করলে বিএনপি রাজনৈতিক সংকটে পড়বে বলেও মন্তব্য করেন।
এছাড়াও স্বাধীনতাবিরোধী শক্তিরা বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মোস্তাফিজার রহমান।