আটক পিনাকী ভট্টাচার্যের ছেলে, যা জানা গেল

প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ছোট ছেলেকে পুলিশ ও সেনাবাহিনী আটক করেছে—এমন দাবি সম্বলিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তুলতে দেখা যায়। এ দৃশ্য ঘিরে অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি পিনাকি ভট্টাচার্যের সন্তানের নয়। বরং এটি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লালটুর ছেলে মোস্তা আলম অনিন্দকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরণসহ গ্রেপ্তারের ফুটেজ। সেই ভিডিওকেই ভুল তথ্যের আড়ালে প্রচার করা হয়েছে।

রিউমার স্ক্যানার আরও জানায়, দেশের একটি জাতীয় দৈনিকের ওয়েবসাইটে ২০১৮ সালে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ ছিল পিনাকি ভট্টাচার্যের কেবল একজন ছেলে সন্তান রয়েছে। কিন্তু গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে তার আটক হওয়ার তথ্য মেলেনি। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরটি ভুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *