আ.লীগ এখন অচল মাল, এদেশে আর ফিরে আসার সুযোগ নেই: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ একটি অচল মাল। এদেশে আর তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোর জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, যারা এখনও ক্ষমতার দাপট দেখাচ্ছেন, তাদের উচিত পতিত স্বৈরাচারদের দিকে তাকানো। দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা রাজনীতিকে জমিদারি প্রথা বানিয়ে রেখেছিল। কিন্তু এই দেশে আর লুটপাটের রাজনীতি চলবে না।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে শেখ হাসিনা একা দেশ শাসন করেছেন। কিন্তু শেষ বেলায় দুপুরের ভাতও খেতে পারেননি। দিল্লির মাল দিল্লি চলে গেছে।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগকে একটি গণহত্যাকারী রাজনৈতিক দল। এই দল আর গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। আর কেউ সাপের মতো ফনা তোলার চেষ্টা করলে দেশের সাধারণ মানুষ সেই ফনা ভেঙে দেবে।

তিনি বলেন, পুরাতন ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয়, তাই নির্বাচনের আগেই রাষ্ট্রীয় সংস্কার জরুরি। রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে না।

নুরুল হক নুর বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে না কমার পেছনে পূর্ববর্তী সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ক্ষমতার লোভই দায়ী।

জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *