গানপাউডার কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক শতাধিক মানুষ। শনিবার (১৬ আগস্ট) রুশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

অধিকাংশ স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, রিয়াজান অঞ্চলের একটি এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ উৎপাদনকারী কারখানাতেই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর মুহূর্তেই কারখানার ভবন ধসে পড়ে এবং চারপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ।

রাশিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহতদের উদ্ধারে টানা অভিযান চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ভবনের ছবি ও ভিডিওও প্রকাশ করেছে তারা।

এমন ঘটনা ওই কারখানার জন্য নতুন নয়। ২০২১ সালেও সেখানে বিস্ফোরণে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছিল। সর্বশেষ ঘটনার পর রিয়াজান অঞ্চলে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে। গভর্নর পাওয়েল মালকভ জানিয়েছেন, নিহতদের প্রতি শোক প্রকাশের অংশ হিসেবে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

রাশিয়ায় প্রায়ই গানপাউডার ও গোলাবারুদ উৎপাদনকারী কারখানায় এ ধরনের বিস্ফোরণ ঘটে, যা দেশটির শিল্প নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *