যুবলীগ নেতার বাড়ি পেট্রোল ঢেলে পুড়িয়ে দিলেন যুবদল নেতা!

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধের জেরে মো. শাকিল মাহমুদ (২৭) নামের এক যুবলীগ নেতার বসতঘরে হামলা ও ভাঙচুরের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার যুবদল নেতার বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের মোশকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর দুই ঘণ্টা আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা শাকিলের হামলায় যুবদলের ৩ নেতাকর্মী আহত হয়। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শাকিল গা ঢাকা দেয়।

শাকিল মাহমুদ আলাইয়ারপুর ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুল কয়েকজন অনুসারী নিয়ে যুবলীগ নেতা শাকিলের বাড়ির কাছে অবস্থান নেয়। একপর্যায়ে তারা শাকিলকে গালিগালাজ শুরু করলে তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা শাকিলের আঘাতে যুবদল নেতা নাজমুল হাসান মিহির, মাহিদুল আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে একই দিন রাত পৌনে ৮টার দিকে যুবদল নেতা নাজমুল হাসান মিহিরের অনুসারী মো. রুবল (৩০), মো. রায়হান (২৮), মো. রাশেদ (২০), সালামসহ (২৬) অজ্ঞাত আরো ১০-১৫ জন শাকিলের বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে। শাকিলকে না পেয়ে তার ঘরে ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরবর্তীতে আগুনের খবর দিলে চৌমুহনী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই বসতঘরটি পুরোপুরি আগুনে পুড়ে যায়।

এ বিষয়ে জানতে যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও মাহিদুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

তবে আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক বলেন, ‘দীর্ঘ দিন আমাদের ইউনিয়নে যুবদলের কোনো কমিটি নেই। ঘটনার পরপরই একাধিক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিষয়টি দেখছে। আমি এ বিষয়ে কোনো কথা বলব না।’

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। বসতঘরটি পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জেরে এ ঘটনা ঘটতে পারে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *