ধানমণ্ডি ৩২ নম্বরে গণপিটুনি সেই ‘ভাইরাল’ সিদ্দিককে

ধানমণ্ডি ৩২ নম্বরে এসে মারধরের শিকার হয়েছেন ভাইরাল সিদ্দিক। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী দাবি করেন তিনি। আজ শুক্রবার দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে আসার পর তাকে ধাওয়া দেন সেখানকার উপস্থিত রাজনৈতিক নেতকর্মীরা।

তবে সিদ্দিক জানান, তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসেননি। মারধরের সময় সিদ্দিক দাবি করেন, আমি বিএনপি করি। ৩২ নম্বর ভাঙছি। আমাকে পিডান কেন?

তিনি দাবি করেন, বিভিন্ন সময় তার দেওয়া বক্তব্য কেটে ভিডিও ভাইরাল করা হয়েছে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে সিদ্দিকের সঙ্গে আসা ফয়সাল আহমেদ নামের একজন দাবি করেন,

সিদ্দিক মোটরসাইকেলে যাওয়ার সময় ধানমণ্ডি ৩২ নম্বরে নামেন। এসময় কিছু যুবক নিজেরা ভাইরাল হওয়ার জন্য তাকে মারধর করে। এটি একটি মব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *