কোন দলের হয়ে নির্বাচন করবেন যা বললেন ‘আসিফ মাহমুদ’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

আসিফ মাহমুদ বলেছেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই।

তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব।’
তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কি না, সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

তিনি বলেন, ‘কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি।নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘যারাই নির্বাচন করবেন বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম- এ রকম না ইস্যুটা। আরো অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবিও ছিল।

আমার মনে হয় যে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *