ভালোমতো সংস্কার করে তারপর নির্বাচন চান ৫১% মানুষ

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত এবং ‘ভয়েস ফর রিফর্ম’-এর সহযোগিতায় সম্পন্ন বিআইজিডি পালস সার্ভে-৩ এ উঠে এসেছে, দেশের ৫১ শতাংশ মানুষ ভালোমতো সংস্কার সম্পন্ন হওয়ার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে মত দিয়েছেন।

‘জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা: জুলাই ২০২৫’ শিরোনামের এই জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের রাজনৈতিক দল বিষয়ে ধারণা, এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের ভাবনা উঠে এসেছে। জরিপে দেখা যায়, ১৭ শতাংশ মানুষ কিছু জরুরি সংস্কার করে নির্বাচন আয়োজনের পক্ষে, ১৪ শতাংশ সংস্কার ছাড়াই দ্রুত নির্বাচন চান। অন্যদিকে, ১৩ শতাংশের সংস্কার বিষয়ে সুস্পষ্ট মতামত নেই এবং ৪ শতাংশ কোনো মন্তব্য করতে রাজি হননি।

জরিপটি ২০২৫ সালের ১ থেকে ২০ জুলাই দেশের ৬৪ জেলার ৫,৪৮৯ জন নারী-পুরুষের মধ্যে টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে পরিচালিত হয়। নমুনা (স্যাম্পল) নেওয়া হয় ২০২২ সালের এশিয়া ফাউন্ডেশন-বিআইজিডি জরিপ থেকে, যেখানে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। এবার মোট ৯,২০৩ জনের সঙ্গে যোগাযোগ করা হলেও ৬০ শতাংশ অর্থাৎ ৫,৪৮৯ জন জরিপে অংশ নেন।

অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষের হার ৫৩ শতাংশ এবং নারীর হার ৪৭ শতাংশ। গ্রাম থেকে অংশ নেন ৭৩ শতাংশ এবং শহর থেকে ২৭ শতাংশ। বয়সভিত্তিক অংশগ্রহণকারীদের মধ্যে ১৮-২৭ বছর বয়সী ছিলেন ২৫ শতাংশ, ২৮-৩৫ বছর ২৬ শতাংশ, ৩৬-৫০ বছর ৩০ শতাংশ এবং ৫০ বছরের ঊর্ধ্ব ছিলেন ১৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *