
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ শনিবার বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সিইসি বলেন, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নির্বাচনী কার্যক্রমে যাঁরা বিতর্কিত ছিলেন, তাঁদের যতটা সম্ভব বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত করা হবে।
সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো দল বা গোষ্ঠীর পক্ষে কাজ করবে না। কমিশন ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে। ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি একটি ঈমানি দায়িত্বও।
সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সতর্ক করে সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সামাজিক মাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শেষে সিইসি নাসির উদ্দিন জানান, আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।