বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা এত বড় বিজয় পেয়েছি। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া নির্যাতন ভোগ করে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আজকে আমাদের বিজয়ের দিন, কারণ মঙ্গলবার দেশের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনের লক্ষ্যে আমরা এতদিন কাজ করেছি।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বরিশাল মহানগর ও জেলা বিএনপির (উত্তর) উদ্যোগে বুধবার দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরে নগরীতে বিজয় র্যালি বের করেন নেতাকর্মীরা।
সেলিমা রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার ছাড়া, জবাবদিহিতা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না। আজকে বরিশাল বিভাগের এই সমাবেশ থেকে আমরা দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানকে অভিনন্দন জানাই।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান ও আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।