পিটার হাসে’র সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন, জানা গেল আসল ঘটনা!

৫ আগস্ট সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব রটে—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

দিনটি ছিল গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, আর সেই সময়ে এনসিপি নেতাদের ঢাকায় না থেকে কক্সবাজারে অবস্থান এবং তাদের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

তবে ঘটনাটির সত্যতা খতিয়ে দেখা হলে স্পষ্ট হয়, এটি ছিল গুজব। এনসিপির নেতারা নিজেরাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন—এটি একটি ব্যক্তিগত অবকাশ যাপন সফর ছিল, কোন রাজনৈতিক বৈঠক নয়।

সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার যান এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতা—সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারী, তাসনিম যারা এবং খালেদ সাইফুল্লাহ। তাঁরা ইনানি বীচ সংলগ্ন একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন।

বিকেলের দিকে সেই হোটেলের আশেপাশে তাদের উপস্থিতি লক্ষ্য করে কিছু সংবাদমাধ্যম দাবি করে, তারা পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। যদিও হোটেল কর্তৃপক্ষ বা ঢাকাস্থ মার্কিন দূতাবাস—কেউই এ ধরনের বৈঠকের কথা নিশ্চিত করেনি।

এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “এটি আমাদের ব্যক্তিগত সফর। অবকাশ কাটাতেই এসেছি। পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরটি পুরোপুরি গুজব।”

ডা. তাসনিম যারা এবং সার্জিস আলমও একই কথা জানান। তাঁদের ভাষ্য, “এটি একটি ভিত্তিহীন প্রোপাগান্ডা। যারা এসব ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়।”

তবে নেটিজেনদের অনেকে বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, “গণঅভ্যুত্থানের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে দলের শীর্ষ নেতারা কেন ঢাকায় না থেকে কক্সবাজারে অবস্থান করবেন? আর সেই সময়েই কেন ছড়াবে এমন গুঞ্জন?”

যদিও ঢাকায় সেই দিন এনসিপির আহ্বায়ক উপস্থিত ছিলেন এবং জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *