
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি মামলার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।
মামলা সংক্রান্ত বিষয়টি সমাধান হওয়ার পরপরই সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে। সোমবার (৪ আগস্ট) রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলার অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক গরীব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করে।
তারা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের অভিভাবকরা শিশুদের সঠিকভাবে খেয়াল রাখেন না। এজন্য তাদের বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কিন্ডারগার্টেনে নিজস্ব বৃত্তি চালু রয়েছে। ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত সেখানে বৃত্তি পরীক্ষা হয়।’
তিনি বলেন, ‘উপজেলা পর্যায়ে সরকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) পদে কিছু সংকট থাকলেও সেটি নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর এখন মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে।’
সভায় রংপুর জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
তারা শিক্ষা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন। বক্তব্যে শিক্ষার টেকসই উন্নয়নে স্থানীয় প্রশাসন ও শিক্ষক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা ডা. পোদ্দার।