রাতের আঁধারে রাস্তায় ‘ঝুলন্ত নৌকা’, অতঃপর……

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি প্রতীকী ‘নৌকা’ রাতের আঁধারে রাস্তায় ঝোলানোর পর আবদুল বারী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় বাজারসংলগ্ন এক মোড়ে একটি প্রতীকী নৌকা রাস্তার ওপর ঝুলিয়ে দেন স্থানীয় দুই ব্যক্তি।

নৌকার সঙ্গে ডিজিটাল প্রিন্ট করা একটি ব্যানারও লাগানো ছিল, যেখানে লেখা ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ব্যানারে ওই দুই ব্যক্তির ছবিও ছিল।

শুক্রবার সকালে ঘটনাটি নজরে আসার পর স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকাটি জব্দ করে এবং ছবি দেখে আবদুল বারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবদুল বারীর বাড়ি উপজেলার গছিডাঙ্গা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত অপর ব্যক্তির নাম ময়নাল হক। তার বাড়ি কুড়ার পাড় এলাকায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কুড়িগ্রাম জেলার সদস্যসচিব সাদিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতীক রাস্তায় টাঙানো উদ্বেগজনক। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর কিছুদিন প্রশাসন

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়েছিল, সে সময় ফ্যাসিস্টরা পালিয়ে বেঁচেছিল। কিন্তু কিছুদিন থেকে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তাই লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসররা গর্ত থেকে বাইরে বের হওয়ার সাহস দেখাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *