প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর!

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (১৩ জুলাই) দুপুরে হবিগঞ্জে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ভাটি এলাকায় যখন কাজ থাকে না,

তখন অনেক অভিভাবক বাইরে চলে যান কাজের খোঁজে। তখন পরিবারের অন্য সদস্যদেরও নিয়ে যান। এতে শিশুদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থা রোধে আমরা কাজ করছি।

শিশু শিক্ষার্থীদের দুপুরের খাবার চালুর বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ইতোমধ্যে তাদের উপবৃত্তি দিয়ে একটি সাপোর্ট দেয়ার চেষ্টা করছি আমরা। পাশাপাশি শিক্ষার্থীদের দুপুরের খাবার দেয়ারও প্রক্রিয়া শুরু হয়েছে।

আমরা ১৫০টি উপজেলাতে এই কার্যক্রম শুরু করেছি। এরমধ্যে হবিগঞ্জের একটি উপজেলা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো উপজেলাতে এই কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *