শিক্ষকসহ সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা

শিক্ষকসহ সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা অনুসরণ করতে নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে। ২০১৯ সালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে নির্দেশনায়।

রবিবার (২৯ জুন) প্রতিষ্ঠান ও দপ্তর প্রধানদের এসংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে,

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নির্দেশিকা ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশনা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ। অতএব সংশ্লিষ্ট সবাইকে উক্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ এই নির্দেশনার সঙ্গে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *