চলতি বছর আর কয়টি ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

চলতি বছর আর কয়টি ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

চলতি ২০২৫ সালে দুই ঈদে বেশ বড় ছুটি কাটিয়েছেন চাকরিজীবীরা। সামনে দুর্গাপূজার দুই দিনের সরকারি ছুটিসহ চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বছর শেষ হতে এখনো বাকি তিন মাসেরও বেশি সময়।

এই সময়ের মধ্যে দুর্গাপূজা, বিজয় দিবস ও বড়দিনের ছুটি ভোগ করবেন তারা। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এ বছর আরো চারদিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি তিন দিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি।

সাধারণ ছুটি পড়েছে দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।

এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। এই একদিনসহ দুই দিন সরকারি ছুটি থাকবে দুর্গাপূজায়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় চার দিন ছুটি পাবেন চাকরিজীবীরা।

উল্লেখ্য, এ বছর চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। এর মধ্যে ঈদুল ফিতরের ছুটি ছিল টানা ৯ দিন। আর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন চাকরিজীবীরা।