
বরিশালে কারিগরি শিক্ষার্থীরা এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে (উত্তরাঞ্চল) অবাঞ্ছিত ঘোষণা করেছেন। শিক্ষার্থীরা জানান, এই দুই নেতা কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিরোধিতা করছেন।
বুধবার (গতকাল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা নগরের চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ চলার কারণে এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ শুরুর আগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে চৌমাথায় পৌঁছান। পরে সেখানে তারা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু।
তিনি সমাবেশে বলেন, “হাসনাত ও সারজিস শিক্ষার্থীদের সাত দফা ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাই তারা যদি কখনো বরিশালে প্রবেশ করেন, শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলবে।”
শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন চলমান থাকবে এবং দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না।