এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বড় সুখবর

এমপিওভুক্ত ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (১০ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন এনটিআরসিএর সহকারী পরিচালক ফয়জার আহমেদ। তিনি বলেন, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র প্রদান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা টেলিটকের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd ব্যবহার করে ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন।

নিয়োগপত্র প্রদানের আগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। কমিটি প্রার্থীর প্রাসঙ্গিক সনদ ও এনটিআরসিএর সুপারিশপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

যদি প্রার্থী নিয়োগ গ্রহণ করেন, তবে যোগদানের সাত কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানকে ওয়েবসাইটের ‘Joining Status’ অপশনে ‘Yes’ ক্লিক করে তথ্য নিশ্চিত করতে হবে। প্রার্থী যোগদান না করলে, ‘No’ ক্লিক করে তার কারণ উল্লেখ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *