
বেসরকারি শিক্ষা খাতে যোগ দিতে আগ্রহীদের জন্য এসেছে বড় সুখবর। এমপিওভুক্ত ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (১০ সেপ্টেম্বর) এনটিআরসিএর পরিচালক (সরকারি) ফয়জার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যথারীতি যোগদানকারী শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণের কথাও বলা হয়েছে।