নুরুল হক নুরের শারীরিক অবস্থার জরুরী আপডেট জানালেন চিকিৎসক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আইসিউতে ৩ দিন পর্যবেক্ষণের পর আজ দুপুর দেড়টায় কেবিনে স্থানান্তর করা হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো আশঙ্কামুক্ত নয়, বরং উন্নত চিকিৎসা না হলে সামনে রয়েছে বড় ধরনের ঝুঁকি রয়েছে বলে মনে করেন তার চিকিৎসকরা।

তার মাথা ও মুখে মারাত্মক আঘাতের পরও বয়সের কারণে Body সাময়িক স্থিতিশীল হলেও ভবিষ্যৎতে বড় ধরনের ঝুঁকি তৈরি পারে। সাধারণত এসব ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাব থাকে। TSAH (Traumatic Subarachnoid Haemorrahage) আঘাতের পর Brain এ এই অসুখের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে থাকে ;নানা রকম স্নায়বিক অসুবিধা (neurological deficit) ছাড়াও কথা বলতে ও ভারসাম্য ঠিক রাখতে সমস্যা, মনে রাখার সমস্যা (Alzheimers’s) ধরনের সমস্যা হতে পারে। যেহেতু মাথায় Fracture আছে তাতে করে Further Complication হয়ে Infection (Meniningitis) হওয়াটাও অবাস্তব নয়। তাই এসব চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার পাশাপাশি Close Observation ও Further Follow Up জরুরী।

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু ভিপি নুরুল হক নুর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর সামনে ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ২০১৯ সালে ডাকসু ভবনের হামলায়ও গুরুতর আহত হন। তাই তার দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেয়াটা জরুরী বলে মনে করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতালের অর্থপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *