ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত শতাধিক, ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী-স্থানীয়দের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলছে। ইতোমধ্যে আহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক।

রোববার (৩১ আগস্ট) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন এলাকায় ২য় দফায় সংঘর্ষ শুরু হওয়ার পর তা এখনো চলছে। আজকের সংঘর্ষে প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য জানা গিয়েছে।

আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রক্টরও রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি দুদিনে আহতের সংখ্যা প্রায় ১২০ জন। তবে উত্তাল পরিস্থিতিতেও ঘটনাস্থলে দেখা যায়নি স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর সদস্যদের।

এদিকে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার আদেশ জারি করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এক অফিস আদেশে বলা হয়, যেহেতু অদ্য ৩১ আগস্ট ২০২৫ তারিখে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে সকাল আনুমানিক ১১:৩০টায় স্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *