
শারীরিক অবস্থার উন্নতি হয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের। রোববার (৩১ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান,
নুরুল হক নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং চোখে আঘাত রয়েছে। এছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণ হলেও তা এখন কমে আসছে। তিনি বলেন, নুরের শরীরে লবণের ঘাটতি ছিল, তা পূরণ হয়েছে।
বর্তমানে তিনি স্বাভাবিকভাবে মুখে খেতে পারছেন। ছয় সদস্যের মেডিকেল বোর্ডের পরামর্শে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান,
নুরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন। আজ মেডিকেল বোর্ডের বৈঠকে ঠিক করা হবে তাকে আইসিইউতে রাখা হবে কি না।
প্রসঙ্গত, গত শুক্রবার (৩০ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। পরে তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।