গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদির বক্তব্য ভাইরাল

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

ওই ভিডিতেও তাকে বলতে শোনা যায়, ‘আমি শুধু ভয় পাইতেছি আমার স্ত্রীটা ছয়মাসের প্রেগন্যান্ট।’

রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল শহরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারের একজন তৌহিদ আফ্রিদির কাছে জানতে চান, এটি ভাড়া বাসা কিনা। জবাবে তিনি জানান, এটা তার দাদার বাড়ি। তার বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার করব জিয়ারত করতে এখানে এসেছেন।

এর আগে সবাইকে আশ্বস্ত করে আফ্রিদি বলেন, ‘আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।’

পরবর্তীতে গাড়িতে ওঠার সময় তৌহিদ প্রশ্ন করেন, ‘আমরা ডিবিতে যাচ্ছি না?’ এ সময় পাশ থেকে একজন সংশোধন করে বলেন, ‘সিআইডি।’

এ ঘটনায় সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকার একটি মামলায় সিআইডি ঢাকার একটি দল অভিযান চালিয়ে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে। অভিযানে কোতোয়ালি পুলিশ তাদের সহায়তা করলেও মামলার ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানেন না এবং সেখান থেকে রাতেই আফ্রিদিকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় এজাহারনামীয় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

এর আগে, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *