বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, তাকে হত্যার ষড়যন্ত্র করছে জামায়াতে ইসলামী।
সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাকে ‘ফজু পাগলা’ নাম দিয়েছে জামায়াত। তারা আমাকে হত্যা করতে চায়। কাল রাতে বা পরশু রাতে দেখলাম এরা সবাই জামায়াতের লোক।”
ফজলুর রহমান জানান, বিদেশ থেকে বিশেষ করে ফ্রান্সে থাকা দুজন ইউটিউবার তাকে হত্যার জন্য অর্ডার দিয়েছে। তার বাসার সামনে ভিড় তৈরি করা হচ্ছে। এমনকি জামায়াতের নেতাকর্মীরা বলেছে, তাকে গলা কেটে হত্যা করতে হবে।
তিনি বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকার আমার সাংবিধানিক অধিকার। তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
সাংবাদিকদের এক প্রশ্নে ফজলুর রহমান স্পষ্ট করে বলেন, ৫ আগস্ট ‘একটি কালো শক্তি’ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি। “আমার বক্তব্য পুরোটা শুনুন। যদি প্রমাণ করতে পারেন আমি ওই কথা বলেছি, তবে আমি ক্ষমা চাইব। আর শোকজের জবাব আমি আমার দলকেই দেব।”
তিনি আরও বলেন, “জামায়াত যেদিন থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকেই আমি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনোদিন আপস করব না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষে।”
